বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্বল ৫ ইসলামি ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত

অর্থনৈতিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর এই তথ্য জানিয়েছেন।

অকার্যকর ঘোষণা পাওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।

গভর্নর জানান, “ব্যাংকগুলোর আর্থিক পর্যালোচনায় দেখা গেছে, পুঁজিঘাটতি ও অনিয়মের কারণে এগুলো টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই প্রশাসক নিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো কার্যক্রম চালু রাখবে। গ্রাহকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হবে না।”

তিনি আরও বলেন, “প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকগুলোর পুনর্গঠন ও কার্যক্রম পুনরুদ্ধারে কাজ করবেন। কোনও কর্মকর্তা বা কর্মচারী ছাঁটাই হবে না; তাদের বেতন ও সুবিধা আগের মতোই থাকবে।”

ড. আহসান এইচ মনসুর জানান, কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই ব্যাংকগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ অডিট শুরু করেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে একীভূতকরণ বা পুনর্গঠনের বিকল্প ব্যবস্থাও নেওয়া হতে পারে।

শেয়ার করুন