বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত

জামায়াতে ইসলামী নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। দলটি জানিয়েছে, জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত না হলে আন্দোলন চালিয়ে যাবে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামায়াতের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, “নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া প্রয়োজন। এটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জুলাই সনদকে শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং ভোটদানের হার কমে যেতে পারে। তাই নির্বাচন শেষ হওয়ার আগে গণভোট সম্পন্ন হওয়া উচিত।”

জামায়াতের এই পদক্ষেপকে তারা জনমতের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে এবং গণভোটের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন