কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে বিএনপি নেতা মো. ইউনুস সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট সড়কের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।
নিহত ইউনুস সিকদার ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত এবং তদন্ত শেষে হত্যার কারণ ও দায়ীদের পরিচয় জানা যাবে।
বিএনপি নেতার অকাল মৃত্যুতে টেকনাফ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, ফজরের নামাজের পর তারা টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে ভাসতে থাকা মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, “দুদিন আগে সে আমার সঙ্গে নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেছে। সকালে তার লাশের খবর শুনেছি। হত্যাকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানিয়েছেন, “সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লাশ উদ্ধার করেছি। হত্যাকাণ্ডের কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত করছে, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”





