তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে চূড়ান্ত আপিল শুনানি সপ্তম দিনের মতো মঙ্গলবার শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ শুনানির পর আদালত আজ বুধবার পর্যন্ত মুলতবি রাখেন।
শুনানিতে অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এবং পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে প্রবর্তিত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন।
২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করেন। এরপর পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট আকারে
প্রকাশিত হয়।
বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন করেন। ২৭ আগস্ট ‘লিভ টু আপিল’ মঞ্জুর করা হয় এবং ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়।
এর আগে, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।





