জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা অভিনয়জগতের বাইরে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আজ (৫ নভেম্বর) ঢাকার বনানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করছেন তার নতুন হোটেল ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নিয়ে। হোটেলটি অর্গানিক ও বিষমুক্ত দেশি খাবারের জন্য পরিচিত হবে।
স্বাগতার বক্তব্যে জানা যায়, হোটেলে থাকবে গ্রামবাংলার স্বাদে তৈরি ভাত, মাছ, মাংস, শাকসবজি, প্রাকৃতিক পানীয় ও মিষ্টান্ন।
তিনি বলেন, এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং একটি ‘সৎ উদ্যোগ’। খাবারের গুণমান ও বিশুদ্ধতায় কোনো আপস করা হবে না।”
স্বাগতা দীর্ঘদিন ধরে অর্গানিক খাদ্যসামগ্রী নিয়ে কাজ করছেন।
তিনি জানান,
“আমাদের নিজস্ব ফার্ম ও গবাদিপশুর খামার রয়েছে। আমরা যা উৎপাদন করি, সেটিই সরাসরি ব্যবহার করব। কোনো তৃতীয় পক্ষের সম্পৃক্ততা থাকবে না।”
হোটেলের অন্যতম লক্ষ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী দামে বিশুদ্ধ ও দেশি খাবার পৌঁছে দেওয়া। স্বাগতা বলেন,
“যেহেতু আমরা নিজেরাই উৎপাদন করছি, তাই খাবারের দাম তুলনামূলকভাবে কম রাখা সম্ভব।”
ব্যক্তিগত জীবনেও বর্তমানে স্বাগতার সময় সুখের। তিনি ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক হাসান আজাদের সঙ্গে বিয়ে করেন। গত জুনে মা হয়েছেন, কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম সর্বজয়া শানু আজাদ।





