ডেমোক্র্যাট জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন।
মামদানির ৫০ শতাংশ ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো (৪১ শতাংশ) পরাজিত হন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া তৃতীয় স্থানে শেষ করেন। এই নির্বাচনে প্রায় ২০ লাখ ভোটার অংশগ্রহণ করেছেন, যা ১৯৬৯ সালের পর সর্বোচ্চ।
মঙ্গলবার (স্থানীয় সময়) রাত সাড়ে ৯টার পর যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি মামদানির বিজয় নিশ্চিত করে। তিনি ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। বিজয়োৎসবে ব্রুকলিনে উপস্থিত শত শত সমর্থক উল্লাসে ফেটে পড়েন।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সক্রিয় সদস্য হিসেবে মামদানি সংগঠনের সর্বোচ্চ পদস্থ নির্বাচিত কর্মকর্তা হবেন। তিনি প্রচারে জীবিকার ব্যয় সংকট ও শ্রমজীবী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা জোরদার করার প্রস্তাব দিয়েছেন এবং ধনী ও করপোরেটদের ওপর কর বৃদ্ধির মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা তুলে ধরেছেন।
প্রতিদ্বন্দ্বী ও সমালোচকেরা সতর্ক করে উল্লেখ করেছেন—মামদানির নীতিগুলো শহরের আর্থিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। এছাড়া ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন ও ইসরায়েল বিষয়ে মন্তব্য কিছু সমালোচকের কাছে ইহুদি-বিরোধী মনোভাবের আশঙ্কা জাগিয়েছে।
মামদানির বিজয়কে ডেমোক্র্যাট পার্টির বাম ঘরানার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এবং যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীল নীতির জন্য নতুন দিক নির্দেশনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।





