জুম্মান হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং যশোরের উন্নয়নের কারিগর জননেতা মরহুম তরিকুল ইসলাম-এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (২৯ অক্টোবর)। এই উপলক্ষে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হামিদপুর বাজারে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
যশোর ও দক্ষিণবঙ্গের গণমানুষের এই প্রিয় নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রয়াত নেতা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের অনবদ্য অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করে হামিদপুর বাজারে কাঙালি ভোজের আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আসরের নামাজের পর হামিদপুর বাজার জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এছাড়াও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল প্রয়াত জননেতা তরিকুল ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ছিল পুরোটা সময়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি, দলীয় নেতা-কর্মী এবং সর্বসাধারণের মাঝে শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশে খাবার বিতরণ করা হয়।




