মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজালাল বিমানবন্দরের আগুনের ১০ দিন পর প্রকাশ অস্ত্র চুরির ঘটনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরি হয়েছে। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা মামলা দায়ের করি নি, তবে থানায় জিডি করা হয়েছে। জিডি করা হয় ২৮ অক্টোবর।”

তিনি আরও জানান, এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমান মন্ত্রণালয়। পাশাপাশি, জিডির ভিত্তিতে পুলিশও তদন্ত করছে। জিডিতে উল্লেখ করা হয়েছে যে ভল্ট ভেঙে অস্ত্রগুলো চুরি করা হয়েছে।

চুরির ঘটনায় খোঁজা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এম-ফোর কার্বাইন গ্যাসচালিত রাইফেল এবং ব্রাজিলের টরাস পিস্তল। তবে কোন বাহিনীর অস্ত্র তা এখনও নিশ্চিত নয়।

এর আগে, ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা সময় লেগেছে।

শেয়ার করুন