মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ৪ জন নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মঙ্গলবার যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় রেলওয়ে ও প্রশাসনিক সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিলাসপুর জেলার লাল খাদান এলাকায় সংঘর্ষটি ঘটেছে। কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং জানিয়েছেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

দেশটির রেলওয়ে বিভাগ, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের বেশিরভাগকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ট্রেনের সংঘর্ষে রেললাইনের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেমও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ওই রুটে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। কর্তৃপক্ষ একাধিক এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা বিকল্প রুটে পরিচালনা করছে। এছাড়া, আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনও সরবরাহ করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যাল ত্রুটি অথবা মানবিক ভুলের কারণে এই সংঘর্ষ ঘটতে পারে।

শেয়ার করুন