মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আবারো বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকায় স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এ সময় ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ সুদের হার স্বর্ণের বৃদ্ধির পথে বাধা হিসেবে কাজ করছে। বিনিয়োগকারীরা ডিসেম্বরের মার্কিন অর্থনৈতিক তথ্য ও সুদের হারের সম্ভাব্য পরিবর্তনকে চোখ রাখছেন।

গত তিন মাসে ডলারের মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, আরেকটি সুদের হার কমানো এখনই নিশ্চিত নয়।

বিনিয়োগকারীরা ডিসেম্বরের জন্য হার কমার সম্ভাবনা বর্তমানে ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পূর্বে ৯০ শতাংশের বেশি ছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন