বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭–২০ নভেম্বরের মধ্যে, সব প্রস্তুতি ইতোমধ্যেই চলছে।
এই আসরে ছয়টি দল অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এবারের টুর্নামেন্টে নেই। রাজশাহীর দল নতুন করে অংশ নিতে পারে, যার নাম হতে পারে ‘রাজশাহী স্টার’।
ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বেশির ভাগ খেলা ঢাকার বাইরের দুই ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শুরুর কয়েকটি ও শেষের কিছু ম্যাচ মিরপুর স্টেডিয়ামে খেলা হবে। সিদ্ধান্তের ক্ষেত্রে উইকেটের অবস্থা বিবেচনা করা হয়েছে।
বিপিএলের এবারের আসরের আয়োজন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। প্রতিষ্ঠানটি চলতি মৌসুমের পাশাপাশি পরবর্তী তিন আসরেও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে থাকবে।





