মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

আরোজ ফারুক, কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভিং দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫), কাকরা ইউনিয়নের মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মো. সেলিম (৩৫) এবং বদরখালী ইউনিয়নের টেকপাড়ার মো. মাহমুদুল হকের ছেলে মো. আনছার (৩২)।
ওসি তৌহিদ আনোয়ার বলেন, সোমবার সন্ধ্যায় চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় একদল দুর্বৃত্ত অপরাধ কর্মকান্ড সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। কক্সবাজার, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
শেয়ার করুন