মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করবে জকসু নির্বাচন কমিশন

আগামীকাল বুধবার (৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে যুগান্তরের সঙ্গে আলাপে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই তথ্য নিশ্চিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, বুধবার তফশিল ঘোষণা করা হবে এবং তখনই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে যাচ্ছি। আপাতত এর বেশি কিছু জানানো সম্ভব নয়। বিস্তারিত সব তথ্য আগামীকাল অনুষ্ঠেয় ব্রিফিংয়ে জানানো হবে।”

তিনি আরও বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি ও প্রস্তাবের বিষয়ে নির্বাচন কমিশন তাদের বক্তব্য শুনেছে। তবে এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা সমীচীন হবে না।

এর আগে ৩০ অক্টোবর রাতেই জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়, যেখানে প্রার্থী হওয়ার জন্য ডোপটেস্ট বাধ্যতামূলক করার কথা উল্লেখ করা হয়েছে।

এরপর গত রোববার নির্বাচনের আচরণবিধি ও তারিখ বিষয়ে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

উল্লেখ্য, ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সহকারী কমিশনার হিসেবে রয়েছেন: আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিশ্ববিদ্যালয় ইতিহাসে এটি প্রথমবারের মতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

শেয়ার করুন