মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের লোহাগাড়া জোনাল অফিসে দুর্নীতির শেষ কোথায়

জামাল উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের অনিয়মে চলছে দীর্ঘদিন যাবত হতে যাহা প্রত্যেকটি গ্রাহকে হয়রানির অভিযোগ উঠেছে সাতকানিয়া এবং লোহাগাড়ায় যে সারাটা দিনের ভিতরে ৬ ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলেও ৪০০ টাকার পল্লী বিদ্যুৎ বিল কিভাবে সম্ভব হয়ে তাকে ১২০০ টাকা বিল-আসে সেই গ্রাহকের সাতকানিয়া এবং লোহাগড়ার।
পরিস্থিতি নিয়ে হাজারু গ্রাহকের অভিযোগ নিয়ে চলে আসে প্রতিদিন সাতকানিয়া এবং লোহাগাড়ায় জোনাল অফিসে নাইকোন সমাধান এরকম পরিস্থিতি হলে বাংলাদেশের জনগণ চলবে কিভাবে তাদের মাথায় নাই এই পরিস্থিতি গুলো নানা প্রকার অভিযুক্ত পল্লী বিদ্যুৎ বিল নিয়ে কবে থেকে হবে এই লোহাগাড়া
সাতকানিয়ার ঠিক টাইমে বিদ্যুৎ না থাকার ফলেও বিভিন্ন রকমের হয়রানীর অভিযোগ উঠেছে সেই অভিযোগসূত্রে জাস্টিফাই করে দেখলে বিষয়গুলো সত্য প্রমাণিত হয় সেই সত্য প্রমাণিত গুলো যেই এলাকার দায়িত্ব রত বিলিং ম্যান রয়েছে তাদের কথা বলে অফিস কর্মকর্তারা কিছু না জানার মতভাবনিয়ে থাকে প্রতি মাসের পরে মাস সেদিনের ভুগান্তির দিন কবে
শেষহবে জানা নাই ও সমাধান নাই অফিসের প্রতিপক্ষের প্রতিটি বিদ্যুতিক মিটারে জাস্টিফাই কালে দেখাযায় অনেক ইনুয়াট ডিফারেন্স সেই বিষয়গুলো নিয়ে নানা অভিযোগ ও অনিয়মের ডিফারেন্স চলে দুইটি জায়গায় সাতকানিয়া এবং লোহাগাড়ায়!
শেয়ার করুন