মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

রেজুয়ান পাঁচবিবি প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পুকুরিয়া শাহসুফি বালিকা দাখিল মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) বিকেল মাদ্রাসার কার্যালয়ে সুপার আয়েন উদ্দিন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ ও ২ নভেম্বর রবিবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকা, অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টালে “চাকুরী দেওয়ার নামে সুপারের ৫ লক্ষ টাকা আত্বসাৎ” শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি এলাকার কতিপয় ব্যক্তির একতরফা ও মনগড়া তথ্যের ভিত্তিতে সাংবাদিকরা মিথ্যা নিউজ প্রকাশ করায় আমার ও মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অভিযোগকারীদের নিকট থেকে আমি প্রতিষ্ঠান চাকুরী দেওয়ার নামে কোন ব্যক্তির নিকট থেকে অর্থ লেনদেন করি নাই। মাদ্রাসার সাবেক সভাপতির সঙ্গে কেউ যদি লেনদেন করে থাকে তার দায় আমার বা প্রতিষ্ঠানের নয়। এছাড়া সরকারি বিধি মোতাবেক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে কোন অর্থ লেনদেনের প্রশ্নই ওঠে না।
এমন মিথ্যা তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানায় প্রতিষ্ঠানের সুপার।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির বর্তমান সভাপতি হাফিজুর রহমান, সহ: সুপার মোঃ তাজাম্মুল হক,সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষিকা মর্জিনা বেগম প্রমুখ।
শেয়ার করুন