গত বৃহস্পতিবার প্রকাশিত এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিলের সমীক্ষায় দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর তুলনায় প্রায় ২৫ শতাংশ এগিয়ে রয়েছেন। জরিপে জোহরানের সমর্থন ৫০ শতাংশ এবং কুমোর সমর্থন ২৫ শতাংশ ভোটারের মধ্যে দেখা গেছে।
রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া কুমোর থেকে চার শতাংশ পিছিয়ে আছেন। তাঁর সমর্থন রয়েছে ২১ শতাংশ ভোটারের। এছাড়া ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। গত মাসের তুলনায় জোহরানের সমর্থন বেড়েছে ৭ শতাংশ, কুমোর সমর্থন কমেছে ৩ শতাংশ, আর স্লিওয়ার সমর্থন বেড়েছে ১১ শতাংশ।
এই জরিপ ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়েছে। এতে সম্ভাব্য ভোটার ও যারা ইতিমধ্যেই ভোট দিয়েছেন, তাঁরা অংশগ্রহণ করেছেন। জরিপের ত্রুটির সীমা ৩.৮ শতাংশ।
এমারসন কলেজ পোলিংয়ের নির্বাহী পরিচালক স্পেনসার কিমবলের মতে, জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমর্থনের জোট গড়ে তুলেছেন। কৃষ্ণাঙ্গ ভোটারের মধ্যে তাঁর সমর্থন ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশ হয়েছে। একই সময়ে কুমোর সমর্থন কমেছে ১০ শতাংশ।
জোহরান তরুণ ভোটারদের মধ্যেও ভালো অবস্থানে রয়েছেন। ৫০ বছরের নিচের ৬৯ শতাংশ ভোটার তাঁকে সমর্থন দিয়েছেন। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থনের হার জোহরানের জন্য ৩৭ শতাংশ, কুমোর জন্য ৩১ শতাংশ এবং স্লিওয়ার জন্য ২৮ শতাংশ।
গত বৃহস্পতিবার প্রকাশিত মারিস্ট নিউইয়র্ক সিটি জরিপে দেখা গেছে, সম্ভাব্য ভোটারের মধ্যে জোহরান কুমোর তুলনায় ১৬ শতাংশ এগিয়ে আছেন। স্লিওয়া তুলনায় আরও পিছিয়ে, জোহরান তাঁর চেয়ে ৩২ শতাংশে এগিয়ে রয়েছেন। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে জোহরানের সমর্থন ৪৮ শতাংশ, কুমোর ৩২ শতাংশ এবং স্লিওয়ার ১৬ শতাংশ।
সেপ্টেম্বরের মারিস্ট জরিপেও প্রায় একই ধারা দেখা গিয়েছিল। তখন জোহরানের সমর্থন ৪৬ শতাংশ, কুমোর ৩০ শতাংশ এবং স্লিওয়ার ১৮ শতাংশ ছিল। সর্বশেষ মারিস্ট জরিপে দেখা গেছে, যদি স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, তাহলে জোহরানের সমর্থন বাড়বে ৫১ শতাংশে, আর কুমোর সমর্থন দাঁড়াবে ৪৪ শতাংশে। উল্লেখ্য, কুমো ২০২১ সালে যৌন কেলেঙ্কারির অভিযোগে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিলেন।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে জোহরান ৪৩ শতাংশ ভোটারের সমর্থন পান। কুমোর সমর্থন ৩৩ শতাংশ, আর স্লিওয়ার সমর্থন মাত্র ১৪ শতাংশ। সহকারী পরিচালক মেরি স্নো জানিয়েছেন, “প্রার্থীরা তাঁদের প্রচারণা চালিয়েছেন, আগাম ভোট শুরু হয়েছে। জোহরান কুমোর চেয়ে ১০ শতাংশ এগিয়ে। তবে সিদ্ধান্তহীন ভোটারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা নির্বাচনের শেষ পর্যায়ে ফলাফলকে প্রভাবিত করতে পারে।”
সিদ্ধান্তহীন ভোটারের হার ৯ অক্টোবরের পর থেকে দ্বিগুণ হয়েছে। সর্বশেষ কুইনিপিয়াক জরিপে ৬ শতাংশ ভোটার এখনও নিশ্চিত নন, আগের জরিপে এই হার ছিল ৩ শতাংশ।
২৭ অক্টোবর প্রকাশিত সাফোক বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বিতার ব্যবধান কিছুটা সংকুচিত হয়েছে। ২৩ থেকে ২৬ অক্টোবরের জরিপে জোহরান ৪৪ শতাংশ সমর্থন পান, কুমো ৩৪ শতাংশ এবং স্লিওয়া ১১ শতাংশ। সেপ্টেম্বরে জোহরান কুমোর চেয়ে ২০ শতাংশ এগিয়ে ছিলেন।
সাফোকের রাজনৈতিক গবেষক ডেভিড প্যালিওলোগাস বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটাররা মূলত রিপাবলিকান প্রার্থী স্লিওয়ার। স্লিওয়ারের ভোট কুমোর জন্য বড় প্রভাব ফেলে। দ্বিতীয় পছন্দ হিসেবে সেই ভোটারদের ৩৬ শতাংশ কুমোকে সমর্থন দেবেন এবং মাত্র ২ শতাংশ জোহরানকে।
জোহরান কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে মাঝারি ও রক্ষণশীল ভোটারদের সমর্থন আর্জি করে প্রচারণায় বড় অংশ ব্যয় করেছেন। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট, পুলিশের বাজেট কমানোর সমর্থক এবং ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত।
সাফোক জরিপের ত্রুটির সীমা ±৪.৪ শতাংশ। স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন। সাবেক নিয়োগকর্তা ও প্রভাবশালী রাজনীতিক জন ক্যাটসিমাটিডিসও তাঁকে সরে যেতে বলেছেন। কুমো জুনে প্রাইমারিতে জোহরানের কাছে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছিলেন।
মারিস্টের অক্টোবর জরিপে দেখা গেছে, কেবল মামদানি ও কুমোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলে রিপাবলিকান ভোটারের ৭৭ শতাংশ কুমোকে ভোট দেবেন, ১৩ শতাংশ জোহরানকে, বাকি অন্য প্রার্থী বা এখনও সিদ্ধান্তহীন। রাজনৈতিক দলভুক্ত নয় এমন ভোটারের মধ্যে কুমো ৫১ শতাংশ এবং জোহরান ৪১ শতাংশ সমর্থন পান।
আগাম ভোটের পরিস্থিতি অনুযায়ী, ৫১ শতাংশ ভোটার নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ৩৮ শতাংশ কেন্দ্র থেকে আগাম ভোট দেবেন, ১২ শতাংশ ডাকযোগে ভোট করবেন। ডেমোক্র্যাটদের মধ্যে ৪৮ শতাংশ ভোটার কেন্দ্রে ভোট দেবেন, রিপাবলিকান ৫৭ শতাংশ, অরাজনৈতিক ৫৬ শতাংশ। কেন্দ্র থেকে ভোট দেবেন এমন ভোটারদের মধ্যে জোহরানের সমর্থন ৫২ শতাংশ, কুমোর ৩২ শতাংশ, স্লিওয়ার ১৫ শতাংশ। নির্বাচনের দিন সরাসরি ভোট দেবেন এমন ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ জোহরান, ৩৩ শতাংশ কুমো এবং ১৮ শতাংশ স্লিওয়া সমর্থন পান।





