মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবিতে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্বে রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কর্পোরেট নেত্রী রুবাবা দৌলা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন। এর আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। তিনি আজ থেকে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দিচ্ছেন।

রুবাবা দৌলা ইশফাক আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন। এনএসসির নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষপদে কাজ করেছেন।

কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন