মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণ তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ-হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি পাথরবোঝাই লরি দ্রুতগতিতে মোটরসাইকেলকে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার ফলে লরি উল্টে গেলে বাসের ওপর পাথর পড়ে যায়।

সাইবারাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুর্ঘটনার শুরুতে ১৬ জন নিহত ও ৮ জন আহত হন। পরে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে বাস চালক এবং অন্তত ১০ জন নারী রয়েছেন।

চেভেলা কমিউনিটি হেলথ সেন্টারের সুপারিনটেনডেন্ট ডা. রাজেন্দ্র প্রসাদ জানান, মৃতদেহগুলো তাদের মর্গে আনা হয়েছে। সামান্য আহত ৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, আর গুরুতর আহতদের পট্টনম মাহিন্দ্রা রেড্ডি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ও ভাস্কর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের হায়দ্রাবাদের গান্ধী হাসপাতাল ও ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন