রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তানজানিয়ায় পুনঃনির্বাচিত সামিয়া হাসান

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় দ্বিতীয় মেয়াদের জন্য সামিয়া সুলুহু হাসানকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশন শনিবার ঘোষণা করেছে, ক্ষমতাসীন চামা চা মাপিন্ডুজি (সিসিএম) দলের প্রার্থী সামিয়া হাসান প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

২০২৫ সালের বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সামিয়ার প্রাপ্ত ভোটের হার ছিল ৯৭.৬৬ শতাংশ, যা তানজানিয়ার নির্বাচনের ইতিহাসে অভূতপূর্ব বলে বিবেচিত হচ্ছে। তবে এই নির্বাচনকে বিতর্কমুক্ত বলা যায় না।

ভোটের আগে সামিয়া সরকারের বিরুদ্ধে বিরোধীদল ও ভিন্নমত পোষণকারীদের ওপর কঠোর দমন-পীড়নের অভিযোগ উঠেছে। প্রধান দুটি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে সমালোচকরা নির্বাচনকে আপাতত পক্ষপাতমূলক বলছেন।

নির্বাচনের দিন দেশজুড়ে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। কিছু বিক্ষোভকারী হাসানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং সরকারি ভবনে আগুন ধরান। পুলিশের সঙ্গে সংঘর্ষে কাঁদানে গ্যাস ও গুলি ব্যবহার করা হয়। শুক্রবার দেশের বৃহত্তম শহর দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিনের বিরোধীদল চাদেমা পার্টি দাবি করেছে, বিক্ষোভের সময় প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তিনটি শহরে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

অপরদিকে, তানজানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো বলেছেন, নির্বাচনের আয়োজন যথাযথভাবে হয়েছে এবং ভোট সুষ্ঠু হয়েছে। তিনি আরও বলেন, অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনা ঘটেনি এবং সরকার বিক্ষোভে কোনো প্রাণহানির তথ্য পায়নি।

তানজানিয়ার এই নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে, কারণ এটি একটি বিশাল ভোট ব্যবধানের মধ্যে অনুষ্ঠিত হলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিতর্কপূর্ণ এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের মধ্যে রয়েছে।

শেয়ার করুন