বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, ঐকমত্য কমিশন তাদের মতামত জনসাধারণ ও রাজনীতিকদের ওপর চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, কমিশন তৈরি হয়েছিল মতামত নেওয়ার জন্য, কিন্তু এখন তা চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে না।
শনিবার (১ নভেম্বর) রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি জানান, কমিশন তাদের সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দিতে চাচ্ছে।
আমীর খসরু আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি চাকরির সুযোগ তৈরি করা হবে। তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্পের বদলে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
তিনি উল্লেখ করেন, যারা অতীতে রাজনৈতিক সহায়তা পেয়েছিলেন, তারা ব্যবসায়ে সাফল্য পেয়েছেন, তবে সেই সময় লুটপাটও বেশি হয়েছিল।
আমীর খসরু বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। তিনি চান ব্যবসায়ীরা রাজনীতিকদের কাছে না যান, বরং রাজনীতিকরা ব্যবসায়ীদের কাছে পৌঁছাক। ঢাকায় বসে শিল্প ও কৃষি সংক্রান্ত নীতিমালা তৈরি হয়, কিন্তু বাস্তবে যাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাদের সঙ্গে সংযোগ থাকে না। এই সংস্কৃতি পরিবর্তন করার লক্ষ্য নিয়ে দল সিদ্ধান্ত নিয়েছে, তারা সরাসরি সব বিভাগে গিয়ে ব্যবসায়ীদের কথা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তিনি যোগ করেন, ক্ষমতায় আসার পরও তারা জনগণের প্রশ্নের সম্মুখীন হবেন এবং তাদের মতামত গ্রহণ করবেন।
তিনি আরও উল্লেখ করেন, কৃষি ক্ষেত্রে শিক্ষিত যুবক-যুবতীরা সক্রিয়ভাবে কাজ করছে, যা একটি ইতিবাচক সংবাদ। এদের মধ্যে আধুনিক জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির প্রয়োগের গুরুত্ব রয়েছে।





