রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের রেল উন্নয়ন দাবিতে কুলাউড়ায় লাল পতাকা মিছিল

হাবিবুর রহমান, কুলাউড়া প্রতিনিধি :

সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, ঢাকা ও কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবির সমর্থনে মৌলভীবাজারের কুলাউড়ায় লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ আসর ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন, কুলাউড়া’ আয়োজিত এই মিছিলটি কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয় করা জানান, সিলেট বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে অবহেলার শিকার। পুরোনো লাইন, ট্রেনের স্বল্পতা ও সময়সূচির অনিয়মে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই রেল উন্নয়ন, নতুন ট্রেন চালু ও সার্বিক আধুনিকায়নের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, সরকারের দ্রুত উদ্যোগ না এলে আগামী ১ নভেম্বর সিলেট বিভাগজুড়ে ঘোষিত রেলপথ অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে।

তাদের দাবি, “সিলেট বিভাগের রেলপথে নতুন ট্রেন, আধুনিক কোচ সংযোজন, রেললাইন সংস্কার ও নতুন আন্তঃনগর সার্ভিস চালু না হলে এই আন্দোলন আরও জোরদার করা হবে।”

শেয়ার করুন