হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ নিয়ে গঠিত আইন অনুষদে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। এতে উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন ভর্তির সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ তিনি জানান, আইন অনুষদের আওতাধীন দুটি বিভাগ ‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) , ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) আর ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা হবে।





