রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে বস্ত্র ব্যবসায়ীদের ঐক্যের নতুন অধ্যায় শুরু

জয়নাল আবেদীন, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনের প্রস্তুতি শহরকে উৎসবমুখর করেছে। নির্বাচনী উচ্ছ্বাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে শহরের বস্ত্রপট্টি পাইকারি বাজার এবং বিপণিবিতানগুলোতে। ব্যবসায়ীরা জানান, এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয় বরং সমিতির ঐক্যের নতুন অধ্যায় হিসেবে গণ্য হবে।
বুধবার রাতে জয়নাল কন্ট্রাক্টর বিল্ডিংয়ে মনোনয়ন ফরম গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রার্থীরা সমিতির উন্নয়ন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ঐক্যবদ্ধ নেতৃত্ব গঠনের অঙ্গীকার করেন। এক প্রার্থী বলেন,এই নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয় এটি হবে ঐক্যের নতুন অধ্যায়। সবাই মিলে সৈয়দপুরের বস্ত্র ব্যবসাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে আমরা কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব সৈয়দ মনজুরুল আলম৷  এতে বক্তব্য দেন নির্বাচনের প্রার্থী ও ব্যবসায়ীবৃন্দ ৷ অনুষ্ঠানে মুল বক্তব্য তুলে ধরেন ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই নির্বাচন সৈয়দ শাহাজাদা আলম ৷ অনুষ্ঠানের এক পর্যায়ে গভীর শোক প্রকাশ করা হয় মেসার্স সামসাদ এন্ড ব্রাদার্স-এর মালিক মোঃ সামসাদ ভাইয়ের কন্যা আদিবা’র অকাল মৃত্যুতে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন। উপস্থিতরা একত্রে প্রার্থনা করেন,হে আল্লাহ, তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য দান করুন।
শোকের আবহের মাঝেও দোয়া মাহফিলে ছিল শ্রদ্ধা ও সহমর্মিতার এক অনন্য প্রকাশ। সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি ও আলোচনায় শহরের বিভিন্ন বস্ত্রবিপণি, পাইকারি বাজার ও মার্কেটগুলো উদ্দীপনায় ভরে উঠেছে। সভা শেষে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সদস্যরা বলেন,আমরা চাই, নির্বাচন হোক শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। সবাই যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের মত প্রকাশ করতে পারে। মাহফিলটি শান্ত, মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে সমাপ্ত হয়।
শেয়ার করুন