নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রতীকটি ১০২ নম্বর ক্রমে যুক্ত করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কোনো দলের বিবেচনায় নয়, বরং প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন এই নতুন প্রতীকটি তালিকায় যুক্ত করেছে।
তিনি বলেন,
“আগের ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন ১১৯টি প্রতীক রাখা হয়েছে। কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ প্রতীকটি রাখা যেতে পারে।”
ভোটের প্রস্তুতি নিয়ে ইসি সচিব আরও জানান, ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে ভোটকেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কার ও স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করা হচ্ছে, যেখানে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে।
তিনি জানান, সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি। এসব কেন্দ্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে।
দুর্গম এলাকায় নির্বাচনি সরঞ্জাম পরিবহনের বিষয়ে আখতার আহমেদ বলেন,
“যেখানে সড়কপথে যাওয়া সম্ভব নয়, সেখানে হেলিকপ্টার সার্ভিস ব্যবহার করা হবে। বিমানবাহিনী বা সেনাবাহিনী এ ক্ষেত্রে সহযোগিতা করবে। উপজেলা প্রশাসন হেলিপ্যাড নির্ধারণের দায়িত্ব পালন করবে।”
তিনি আরও জানান, নির্বাচনি প্রচারণায় তথ্য মন্ত্রণালয় সমন্বয় করবে। বাংলাদেশ টেলিভিশন, বেতার, সংসদ টিভি ও বিটিভি নিউজ প্রচারণায় দায়িত্ব পালন করবে।
ঋণখেলাপিদের তথ্য যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। পাশাপাশি বাজেটের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।
শেষে তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকেই মাঠ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচির সঙ্গে না মিলে যায়, সেদিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





