রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালী

জয়নাল আবেদীন হিরো, জেলা প্রতিনিধি :

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে জাকের পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পাটির নীলফামারী-২ সাংগঠনিক জেলা সভাপতি ও দেশের একমাত্র ইউপি চেয়ারম্যান

লানচু হাসান চৌধুরী ৷
 বৃহস্পতিবার (৩০অক্টোবর) বিকেলে উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টি কামারপুকুর ইউনিয়ন শাখার আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এসময় পাটির চেয়ারম্যান ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদীর নির্দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য আমরা সাংগঠনিক জনসভা ও র‍্যালী কর্মসূচি পালন করে আসছি।

তিনি বলেন, আওয়ামীলীগের সময় কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি, ফলে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশবাসী অধির আগ্রহে অপেক্ষায় আছে অবাধ ও নির্ভয়ে ভোট দেওয়ার। তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যদি নির্বাচন হয়, তাহলে সে নির্বাচনে জাকের পার্টি অংশ নিবে। এজন্য এখন থেকে দলের প্রচারণা চালানোসহ অন্যান্য সকল প্রস্তুতি নেওয়ার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, জাকের পার্টি রাজনীতি করে দেশ ও জনগনের জন্য। এজন্য সব সময়ই শান্তির পক্ষে থাকা জাকের পার্টির পতাকাতলে আসতে সৈয়দপুরবাসীর প্রতি আহবান জানান।

জাকের পার্টি কামারপুকুর ইউনিয়ন শাখার সভাপতি মনজুরুল আহসান বাদলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,একরামুল হক,আমিনুল ইসলাম আমু,নুর আলম,লিমন সরকার,আনিছুর রহমান প্রমুখ।

জনসভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কামারপুকুর বাজারের সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জাকের পার্টির মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
উল্লেখ্য, গত ও ২৪ সেপ্টেম্বর  ও ১৮ অক্টোবর উপজেলার কাশিরাম বেলপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নেও অনুরূপ কর্মসূচী পালন করার মাধ্যমে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এই কর্মসূচী পালন করা হবে বলে জানান জাকের পার্টির নীলফামারী-২ সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।
শেয়ার করুন