রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জার্মান দূতাবাসের সতর্কবার্তা: ভিসা আবেদনকারীরা প্রতারণায় সতর্ক থাকুন

ঢাকা :

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস সম্প্রতি ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, কিছু পক্ষ নিজেদের দূতাবাসের পরিচয় দিয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগের চেষ্টা করছে।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীদের প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুগ্রহ করে কোনো তথ্য পাঠানোর আগে নিশ্চিত হতে হবে যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টালের। নিশ্চিত না হলে দূতাবাসের ওয়েবসাইটের যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করা উচিত।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়। এসব ইমেইলে ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয় না। এছাড়া আবেদনকারীদের প্রতারণামূলক এজেন্টদের কাছ থেকে সাবধান থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মান দূতাবাস আবেদনকারীদের নিজস্ব ওয়েবসাইট অথবা অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট থেকে সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন