রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে এই সভা হয়।

সরকারের তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতি উদ্ধৃত করে জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তার নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখবে এবং পরিষদের সভাগুলোও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

তবে এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ এই বিষয়ে ভিন্নধর্মী মত প্রকাশ করেছিলেন।

শেয়ার করুন