চলতি সিরিজের প্রথম ফিফটি করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৬১ রান করার পরও তার দল ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ পর্যন্ত ১৪ রানে হারেছে।
ম্যাচের পর তামিম নিজের কাঁধেই দায়ভার নেন। তিনি বলেন, “ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না। উইকেটটা যেমন ছিল, সেট ব্যাটারদেরই শেষ করতে হয়।”
উইকেট কিছুটা স্টিকি হওয়ায় নতুন ব্যাটারদের জন্য শট খেলা কঠিন ছিল। তামিম বলেন, “ওদেরও চেষ্টা হয়েছিল, কিন্তু মারতে গিয়ে আউট হয়ে গেছে। আমার মনে হয়, যদি আমি শেষ পর্যন্ত থাকতাম, দায়িত্বটা পালন করতে পারতাম, তাহলে ম্যাচটা সহজেই জেতা যেত।”
তবে তিনি স্পষ্ট করেন যে, ১৫০ রান তাড়া করতে ব্যর্থতা সম্পূর্ণভাবে ব্যাটিংয়ের। “যে উইকেটই থাকুক না কেন, ১৫০ আসলেই চেজেবল ছিল। এটি আমাদের ব্যাটারদের ব্যর্থতা। দায়িত্ব নিতে পারিনি। এটা আমাদেরই বের করতে হবে,” যোগ করেন তানজিদ।
বাংলাদেশের ব্যর্থতায় টিম ম্যানেজমেন্টের পরামর্শ এবং ব্যাটিং পরিকল্পনায় ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে। সিরিজের পরবর্তী ম্যাচে এই ভুলগুলো সংশোধনের লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটাররা।





