বলিউড অভিনেতা রাজকুমার রাও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভারতে যৌতুক প্রথা নির্মূলের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।
রাজকুমার রাও শেয়ার করেছেন রায়পুরের ২৩ বছর বয়সী মনীষা গোস্বামীর একটি হৃদয়বিদারক ভিডিও। মনীষা শ্বশুরবাড়িতে যৌতুকের চাপে অত্যন্ত ভোগান্তিতে ছিলেন এবং সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন।
ভিডিওতে মনীষা বলেছিলেন, “আমি আমার ভাইবোনদের মধ্যে বড়। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী। আমার শ্বশুরবাড়ির ক্রমাগত হয়রানিতে আমি অতিষ্ঠ এবং ক্লান্ত।”
ভিডিও শেয়ার করে রাজকুমার রাও লিখেছেন, “অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমাদের দেশ থেকে এই ভয়াবহ যৌতুক প্রথা নির্মূল করার সময় এসেছে। আসুন আমরা একে অন্যকে এই কুপ্রথা এড়াতে এবং যৌতুক চাইলে ‘না’ বলার সাহস দেখাতে অনুপ্রাণিত করি।”





