রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লগি-বৈঠার ঘটনায় সাভারে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ওয়াসিউর রহমান, সাভার প্রতিনিধি :

সাভারে উপজেলা মডেল মসজিদের সামনে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, সাভার পৌর সভাপতি ও সেক্রেটারি, এবং ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে অংশ নেন।

দেলোয়ার হোসেন বলেন, “আওয়ামী লীগ শাসনামলে জামায়াত শিবিরের উপর নির্যাতনের উদাহরণ ২০০৬ সালের ২৮শে অক্টোবরের বায়তুল মোকাররম ও পল্টন হামলা। ঐ দিন ফ্যাসিবাদী আক্রমণে ৪৬ জন নেতা-কর্মী শাহাদাৎ বরণ করেন। আমরা বর্তমান সরকারকেও এই মানবতাবিরোধী ঘটনার বিচার দাবি করছি এবং চাই এমন ঘটনা পুনরায় না ঘটে।”

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল বের করেন, যা রেডিও-কোলনি শিমুলতলা এলাকায় শেষ হয়।

শেয়ার করুন