পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহরে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫ টি পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ ছাগল বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ উম্মে আরিফিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল কবির তপন, অফিস সহকারী শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিমসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ২৫ টি পরিবারের মাঝে ৫০ টি ছাগল বিতরন করা হয়েছে।





