বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছে। সোমবার বিকেল ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের ১৬ জন মনোনয়ন প্রত্যাশী অংশগ্রহণ করেন।
সভায় সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সালমা বেগম জানান, “অনেকেই সভায় উপস্থিত হয়েছেন, তবে কারা মনোনয়ন পাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়।” সুনামগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি বলেন, “প্রায় সকলেই সভায় উপস্থিত ছিলেন।”
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাদীর আহমদ রয়েছেন। তিনি এই প্রতিবেদককে বলেছেন, আমি ছাড়া উল্লেখ করার মতো কেউ বাদ পড়ে নি। আমাকে ষড়যন্ত্র করে ঢুকতে দেয় নি দলের একটি মহল। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট এই ঘটনার বিচার দাবী করছি।
বিএনপির একটি সূত্র জানায়, আজকের বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত করে শীঘ্রই ফোনকলে প্রার্থী কে হচ্ছেন সরাসরি জানিয়ে দিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





