সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্বশুরের হাতে প্রাণ গেল পুত্রবধূ লিমার

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। ফজরের নামাজের ভোরে শ্বশুরের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন লিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূ। নিহত লিমা মনোহরপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। ঘটনার সময়: রোববার ভোররাতে স্থান: পাইকপাড়া গ্রাম, শৈলকূপা, ঝিনাইদহ

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে উঠানে যান লিমা খাতুন। সেই সময় উঠানে থাকা শ্বশুর মুকুল শেখ হাতে থাকা দা দিয়ে পুত্রবধূ লিমার শরীরে একাধিক আঘাত করেন। লিমার চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ভাষ্যে: “লিমা খাতুনকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। তার বুক ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা অতিরিক্ত রক্তক্ষরণ ও অঙ্গহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন: “ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।”

এক মুহূর্তেই ভোরের নরম আলোয় নেমে এলো মৃত্যুর অন্ধকার। একটি পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া — যা হয়তো কোনোদিনই মুছে যাবে না। নিহতা লিমার মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের মাতম ও ক্ষোভের ছায়া

শেয়ার করুন