সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত, তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পৌর এলাকার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

অভিযানে দেখা যায়, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না করে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন এবং বিক্রি করছিল তিস্তা লাইভ বেকারি। এজন্য প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ও গুণগত মান সনদ ছাড়াই ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন ও বিপণন করার অভিযোগে ফুলবাড়ি ফুড প্রোডাক্টসসহ আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

শেয়ার করুন