সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৫ দাবি বাস্তবায়নের জন্য জামায়াতসহ আট দল ঘোষণা করছে গণমিছিল ও স্মারকলিপি

জুলাই জাতীয় সনদ কার্যকর করার আদেশসহ পাঁচটি দাবিতে আন্দোলন চালিয়ে আসা জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি রাজনৈতিক দল আগামী ৬ নভেম্বর রাজধানীতে গণমিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি প্রকাশ করেন দলের আমির মামুনুল হক।

মামুনুল হক জানান, পাঁচ দাবির মধ্যে নতুন তিনটি দাবিও সংযুক্ত হয়েছে। দাবিগুলো হলো:

  • জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা,

  • জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন,

  • সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখা।

তিনি আরও বলেন, “৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে আমাদের আট দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেদিন পল্টন মোড়ে সমস্ত দল একত্রিত হয়ে অংশ নেবে। যদি ৬ নভেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ না হয়, আমরা ১১ নভেম্বর বৃহত্তর সমাবেশের আয়োজন করব।”

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা চাই, অন্যান্য দলও আহ্বানে সাড়া দিক। সবার অংশগ্রহণে একটি সমাধান বের হওয়া সম্ভব হবে।”

উক্ত সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মামুনুল হক আরও বলেন, “গত দুই মাস ধরে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছি। দেশের মানুষের অভিপ্রায়ের আলোকে জুলাই বিপ্লবের অর্জন ত্বরান্বিত করার প্রয়োজন রয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আন্তরিক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করতে চাই।”

শেয়ার করুন