শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৪ জন মারা গেছেন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—২৮২ জন।

অন্যদিকে, বরিশাল বিভাগে ১৮৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহীতে ৫৬ জন করে ১১২ জন, রংপুরে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১২৯ জন।
এছাড়া বরিশালে ৩৯, ঢাকা উত্তরে ৩৪, চট্টগ্রামে ২৫, রাজশাহীতে ১৪, ময়মনসিংহে ১০, খুলনায় ৮, ঢাকায় ৩ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

শেয়ার করুন