শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৭ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত

আবারও বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই বাঁহাতি ব্যাটার। শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের শ্রীলঙ্কা সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। এরপর আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে শুরু হয় নতুন অধিনায়ক নিয়ে আলোচনা।

গুঞ্জন উঠেছিল—নতুন টেস্ট অধিনায়ক হতে পারেন ওয়ানডে দলের নেতা মেহেদী হাসান মিরাজ বা টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবি আবারও শান্তকেই দায়িত্বে রেখেছে। তিনি ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “টেস্ট ক্রিকেটে শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি ও বোঝাপড়া দারুণ। তার নেতৃত্বে দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাসের প্রকাশ দেখা গেছে। বোর্ড মনে করে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখলে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমরা আরও ভালো করতে পারবো।”

নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শান্ত। তিনি বলেন, “বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। বোর্ড আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মানের বিষয়।”

তিনি আরও যোগ করেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা করবো।”

২০২৩ সালে মুমিনুল হকের পর বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পান নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

শেয়ার করুন