শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২০২৪-২৫ অর্থবছরে তিতাস গ্যাসের লোকসান ৭৭২ কোটি টাকা

রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টানা তৃতীয় বছরের মতো লোকসানের ধারা অব্যাহত রেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৭৭২ কোটি টাকা লোকসান করেছে।

গত তিন অর্থবছরে তিতাস গ্যাসের মোট লোকসান ১ হাজার ৬৮১ কোটি টাকা। এতে দেশের জ্বালানি খাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। কোম্পানির টানা ক্ষতির এই তথ্য প্রকাশ্যে আসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে।

বিপর্যয়ের মধ্যে থাকা সত্ত্বেও তিতাস গ্যাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানি জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য প্রণোদনার মতো কাজ করবে।

প্রতিষ্ঠানটি এই লভ্যাংশ ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডেকেছে। এ সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। শেয়ারহোল্ডাররা সেই অনুযায়ী উপস্থিত থাকবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিতাস গ্যাসের টানা ক্ষতি দেশের গ্যাস সেক্টরের পরিচালনাগত চ্যালেঞ্জের পাশাপাশি দাম নির্ধারণ এবং সরবরাহ ব্যবস্থাপনার ওপরও প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদে টানা লোকসান প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা হ্রাস করতে পারে।

সরকার এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা এবং কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছে। এর মধ্যে রয়েছে অপচয় কমানো, সাশ্রয়ী প্রণালী চালু করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণ।

শেয়ার করুন