শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে বিপুল পরিমান চোলাই মদ সহ ২ মাদক কারবারি গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় তৈরি বিপুল পরিমাণ চোলাই মদসহ মো.বাদশা (৪০) ও আনোয়ার হোসেন (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট এলাকার মজলিশের দীঘির পাড়স্থ চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো.বাদশা খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বড়ডলু ডিপি পাড়ার মৃত মফিজুর রহমানের এবং আনোয়ার হোসেন একই জেলার মানিকছড়ি উপজেলার টিনটহরী ইউপির বড়ডলু (গুতাইছড়ি) এলাকার আব্দুল হকের পুত্র।

জানা যায়, ঘটনারদিন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ আরিফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম উল্লেখিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে ৬০০ (ছয়শত) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় এবং একটি পুরাতন পিকআপ ভ্যান জব্দ করা হয়।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া অভিযানের সত্যতা স্বীকার করে এ প্রতিববেদক কে বৃহস্পতিবার দুপুরের দিকে বলেন, এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন