রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ফার্মাসীতে অভিযান, ৪৫ হাজার টাকা অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী পৌরসদরে তিন ফার্মাসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন মামলায় ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পৌরসভার বাস স্টেশন এলাকায় চালানো এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এ অভিযানে নেতৃত্ব দেন।
সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা কালে বাস স্টেশন এলাকার হাটহাজারী মেডিকেল হল, নিউ বি আলম ফার্মেসি এবং বি এইচ ফার্মেসি নামক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়/সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না রাখার দায়েঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উল্লেখিত তিন প্রতিষ্ঠান মালিককে ৩ মামলায় মোট
 ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেয়ার করুন