জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার অনুষ্ঠানটি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে সর্বসাধারনের জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌরসভা বিএনপির উদ্যোগে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ সাক্ষাৎকার দেখানো হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন চেয়ারম্যান জানান, ‘তারেক রহমান বাংলাদেশের আলোক বর্তিকা, এ দেশটা তিনি কিভাবে সাজাতে চান,ওগুলো শুনে নিজেকে আমরা কর্মী হিসেবে তৈরী করার এবং নিজেকে সমৃদ্ধ করার চেস্টা করবো। ‘
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও নানা ম্রেণী পেশার উৎসুক জনতা উপস্থিত ছিলেন। #





