রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন

হাটহাজারীতে প্রজেক্টরের মাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শন
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকার অনুষ্ঠানটি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের নির্দেশে সর্বসাধারনের জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌরসভা বিএনপির উদ্যোগে  হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের পাশে এ সাক্ষাৎকার দেখানো হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন চেয়ারম্যান জানান, ‘তারেক রহমান বাংলাদেশের আলোক বর্তিকা,  এ দেশটা তিনি কিভাবে সাজাতে চান,ওগুলো শুনে নিজেকে আমরা কর্মী হিসেবে তৈরী করার এবং নিজেকে সমৃদ্ধ করার চেস্টা করবো। ‘
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও নানা ম্রেণী পেশার উৎসুক জনতা উপস্থিত ছিলেন। #
শেয়ার করুন