জয়নাল আবেদীন, নীলফামারী প্রতিনিধি :
এদিন শহরের শহীদ জহুরুল হক সড়কে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে আশরাফ ট্রেডার্সের মুগ ডাল পরীক্ষা করলে সেগুলো আমদানি করা মথবীজ বলে সনাক্ত করা হয়। ফলে ভেজালের দায়ে ব্যবসায়ী মো. আরিফকে ১৫ হাজার টাকা জরিমানা এবং মুগ ডালের নামে ক্ষতিকর মথবীজ বিক্রি না করার নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনা করেন নীলফামারীর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন।
অভিযান দলের অন্যরা হলেন, নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম, সৈয়দপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার আনসার বাহিনীর সদস্যরা। এরআগে পৃথক এক অভিযানে গুড়ে নিষিদ্ধ কেমিক্যাল পাওয়ায় দুই গুড় ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়। দন্ডিতরা হলেন ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. জসিম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং হাজি গরিবুল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোঃ মাসুদ রানাকে ৮ হাজার টাকা দন্ড দেয়া হয়।
এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, বাজারে রাসায়নিক মিশ্রিত ভারতীয় মথবীজকে মুগ ডাল বলে বেচাকেনা করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা এবং ওই ডাল বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। আর গুড়ে ক্ষতিকর দ্রব্য পাওয়ায় জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে।





