নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে বাংলাদেশ বিশ্ববাসীর চোখে নিন্দিত জাতি হিসেবে পরিচিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, “ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন দেশের মানুষকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব।”
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ইউএনওদের জন্য আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার (টিওটি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, “যদি জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সবাই আইনগতভাবে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করত, তাহলে হয়তো জাতিকে এত প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা ১৪০ কোটি হলেও, তারা তো এমন পরিস্থিতিতে পড়ে না। তাহলে আমরা কেন পারব না?”
তিনি বলেন, “নির্বাচনের দায়িত্ব একটি পবিত্র আমানত। আর যারা আমানতের খেয়ানত করে, তারা মুনাফেক। দায়িত্ব যথাযথভাবে পালন করাই ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় দৃষ্টিকোণ থেকে একটি বড় দায়িত্ব।”
আবদুর রহমানেল মাছউদ বলেন, “যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তাহলে যেকোনো প্রতিকূলতাকে উপেক্ষা করে সত্য, ন্যায় এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।





