মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষনা

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সোহরাব হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষনা করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার, (০৪ নভেম্বর) সকাল ৯টা থেকে কেম্পাসে এ কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনে আগামী দিনগুলোতে কী কর্মসূচি পালন করা হবে তা জানিয়ে বিকালে এই অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এর আগে যেসব প্রতিষ্ঠানে এই অধ্যক্ষ চাকরী করেছেন সেসব প্রতিষ্ঠানে একাধিক দুর্নীতির সাথে জড়িত ছিলেন। যার প্রমাণাদি আমাদের কাছে আছে। তাকে আমাদের প্রতিষ্ঠানে পদায়ন করায় আমরা অবাক ও ব্যাথিত হয়েছি৷ তারা বলেন, একজন শিক্ষক হিসেবে দায়িত্বপালন করার যতগুলো নৈতিক যোগ্যতা তার থাকা দরকার তা তিনি হারিয়েছেন। এই অভিযোগ এনে অধ্যক্ষ সোহরাব হোসেন অবাঞ্ছিত ঘোষনা করেছে। এসময় তারা বলেন, যদি কর্তৃপক্ষ তাকে আগামী দুই কর্মদিবসের এখান থেকে সরিয়ে না নেন, তাহলে আগামী সপ্তাহে আমরা রাজপথে নামতে বাধ্য হব।

প্রসঙ্গত : ৩০ অক্টোবর সকালে অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি বাস্তবায়ন করে একাডেমিক ভবনে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন