আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ গণহত্যা ও মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ ও প্রশ্ন তোলেন।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকটে পড়েছে আফ্রিকার দেশ সুদান। মাত্র তিন দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর মধ্যে হাসপাতালের প্রায় ৫০০ রোগী ও তাদের স্বজনও রয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, “২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।”
দরিদ্র দেশটিতে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও শান্তিরক্ষা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শায়খ আহমাদুল্লাহ। তিনি লেখেন, “আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য নিয়ে সচেতন মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। শান্তিরক্ষার নামে কি তারা শুধুই নিজেদের স্বার্থ রক্ষা করছে?”
তিনি আরও বলেন, “শান্তিরক্ষা নামের সার্থকতা প্রমাণের জন্যও এখনই তাদের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই ঘটনা যদি কোনো উন্নত দেশে ঘটত, তবে বিশ্বজুড়ে যে তোলপাড় দেখা যেত, তার সিকিভাগ মনোযোগও পাচ্ছে না সুদান। গরিব এবং মুসলমান বলেই কি সভ্য সমাজের কাছে তাদের জীবনের কোনো মূল্য নেই?”





