সিলেট শহরের উন্নয়নে বৈষম্য এবং বঞ্চনার প্রতিবাদে প্রধান সড়কে গণ-অবস্থান কর্মসূচি শুরু করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। এই কর্মসূচিতে বিভিন্ন পেশা ও শ্রেণির হাজারো মানুষ অংশগ্রহণ করেছেন।
রোববার সকাল ১১টা থেকে সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট সড়কে অবস্থান নিয়ে আরিফুল হকের নেতৃত্বে লোকজন গণ-অবস্থান শুরু করেন। বেলা একটার দিকে আন্দোলনকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন এবং সিলেটের সঙ্গে উন্নয়ন বৈষম্য সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বেলা সোয়া তিনটা পর্যন্ত এই কর্মসূচি চলছিল।
‘সিলেট আন্দোলন’ নামের ব্যানারে কর্মসূচিটি আয়োজন করা হয়েছে। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “সিলেটের উন্নয়ন কার্যক্রমে চরম বৈষম্য করা হচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদে আমরা সড়ক দখল করেছি। সরকারের যৌক্তিক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। জেলা প্রশাসক স্থানীয় প্রতিনিধি হিসেবে সরকারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সমাধান নিশ্চিত করবেন।”
তার বক্তব্যের পর বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। কর্মসূচির কারণে সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে কুমারপাড়া এলাকার নিজের বাসভবনে আরিফুল হক চৌধুরী বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই সভায় সিলেট অঞ্চলের ন্যায্য দাবিগুলোকে সামনে রেখে ‘সিলেট আন্দোলন’ নামে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম গঠন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ বিভিন্ন প্রতিনিধি অংশ নেন।
আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, “সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদে আমরা একটি অরাজনৈতিক আন্দোলন শুরু করেছি। ১২ অক্টোবর কোর্ট পয়েন্টে ১৫ দিনের আলটিমেটাম দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উন্নয়নের ন্যায্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বেলা আড়াইটার দিকে যোগাযোগ করলে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, “আমি কিছু সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে সাবেক মেয়র আরিফুল হকের সঙ্গে তাদের দাবির বিষয়ে আলোচনা করব। সংলাপের মাধ্যমে অবশ্যই সমাধান পাওয়া সম্ভব।”





