শনিবার, ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশ

চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ বাংলাদেশের জন্য বড় লড়াই অপেক্ষা করছে। প্রথম ম্যাচে ১৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ, ফলে সিরিজে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে ক্যারিবীয়রা। অন্যদিকে, টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে।

সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডারে। ২০২৫ পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি টি-২০ জয় পেয়েছে বাংলাদেশ, তবে মিডল অর্ডারের ব্যাটিং ছিল নড়বড়ে। সর্বশেষ ম্যাচে মিডল অর্ডারে মাত্র দুটি হাফ সেঞ্চুরি এসেছে, যা করেছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে জাকের আলী অনিক একাদশে জায়গা পাননি, তবে সহকারী কোচ সালাউদ্দিনের তত্বাবধানে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন। আজ হয়তো নুরুল হাসান সোহানের পরিবর্তে সুযোগ পেতে পারেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ দলও আজকের ম্যাচকে খুব সিরিয়াস নিয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবারের ঐচ্ছিক অনুশীলনেও দেখা গেছে, ক্যারিবীয়রা নিজেদের প্রস্তুতিতে কোনো ঢিল ছাড়েনি।

চট্টগ্রামের উইকেট বেশ ব্যাটিং বান্ধব, তবে প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ভালো পারফর্ম করতে পারেনি। আজ দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরে কী তারা সিরিজে ফিরে আসতে পারবে—এই নিয়েই অপেক্ষা দর্শকদের।

আজকের ম্যাচ বাংলাদেশের জন্য একধরনের ‘মাস্ট উইন’ ম্যাচ, যেখানে জয় ছাড়া সিরিজে টিকে থাকা কঠিন।

শেয়ার করুন