মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ-৩ মনোনয়ন প্রত্যাশী ২০ জনের মধ্যে মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক

ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ ০৩ আসনে ২০ জন বিএনপি নেতার ধানের শীষে মনোনয়ন প্রত্যাশীর আত্মপ্রকাশ ছিল । মনোনয়ন প্রত্যাশীদের লম্বা লাইনের আত্মপ্রকাশে সিরাজগঞ্জ-০৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মী এবং নির্বাচনী এলাকার জনমনে জন্ম নিয়েছিল নানান মিশ্র প্রতিক্রিয়া, আলোচনা ও সমালোচনা। কে হবেন এমপি পদপ্রার্থী আর কাকেই বা দল থেকে দেয়া হবে মনোনয়ন। কে পাবেন ধানের শীষ প্রতীক।

এমন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  ০৩ নভেম্বর সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় গুলশান কার্যালয়ে। বিশেষ বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সারা দেশে ২৩৭ টি সংসদীয় আসনে এমপি পদপ্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি রয় আরও ৬৩ টি আসন।

এর মধ্যে সিরাজগঞ্জ-০১ (কাজিপুর) বাদে সিরাজগঞ্জের ০৬ টি আসনের মধ্যে ০৫ টিতে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। সিরাজগঞ্জ-০৩ (রায়গঞ্জ-সলংগা-তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২০ জন নেতা মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দল থেকে মনোনয়ন দেওয়া হয় ভিপি আইনুল হককে। ধানের শীষ প্রতীক প্রত্যাশী ২০ নেতার মধ্যে ধানের শীষের কান্ডারী হলেন ভিপি আইনুল হক।

দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা এপর্যন্ত  নিজেদের অবস্থান জানান দিয়েছিলেন, তারা হলেন মো সাইফুল ইসলাম শিশির, মো সাইদুর রহমান বাচ্চু, ভিপি মো আয়নুল হক, চারবারের সাবেক এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসুরী মো রাহিদ মান্নান লেনিন, মো রকিবুল করিম খান পাপ্পু, মো খোন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী মো ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি মো রুহী আফজাল, ব্যারিস্টার মো আব্দুল বাতেন, আলহাজ্ব মো দুলাল হোসেন খান, অস্ট্রেলিয়া প্রবাসী মো রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী মো সাব্বির আহম্মেদ, তাড়াশ উপজেলা বিএনপি’র সভাপতি সরদার মো আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো মিজানুর রহমান তালুকদারের সুযোগ্য পুত্র নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আমিনুল বারী তালুকদার, তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো আব্দুল হাকিম, জেলা যুবদলের সাবেক  নেতা এপিপি অ্যাড. মো নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো আব্দুল আলীমসহ আরও অনেকে।

সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সিরাজগঞ্জ-০৩ আসনে মনোনয়ন পেলেন ভিপি আইনুল হক।  অবশেষে ধানের শীষের কান্ডারী হলেন তিনি। মনোনয়ন প্রত্যাশী অনেকেই পূর্বে ঘোষণা দিয়েছেন দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তার হয়েই কাজ করতে চান সবাই। দলের আনুগত্যের বিষয়ে সবাই ঐক্য হয়ে মাঠে ময়দানে কাজ করবেন।

শেয়ার করুন