সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতা মো. মজিবর রহমান লেবু (সহসভাপতি) ও রাশেদুল হাসান রঞ্জন (যুগ্ম সাধারণ সম্পাদক)-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত এই দুই নেতাকে প্রাথমিক সদস্যপদে পুনর্বহাল করা হয়েছে।
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পুনরায় সংগঠনে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সুপারিশে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয় এবং ১৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি থেকে আটজনকে বহিষ্কার করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে ওই আটজনের মধ্যে এই দুই নেতাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শেয়ার করুন