রবিবার, ২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন পলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন পলক্ষে আলোচনা সভা

মোঃ কামরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি ” এ প্রতিপাদ্য নিয়ে –
৮ অক্টোবর জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে – উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, এনডিপির উপ-পরিচালক কাজি মাসুদুজ্জামান   ব্র্যাক কর্মকর্তা রইস উদ্দিন  প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপ-পরিচালকের কার্যালয় মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।  মহিলাবিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের সার্বিক দায়িত্ব ছিলেন, প্রোগ্রাম অফিসার ফাহিম আল-আশরাফ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, ক্রেডিট সুপারভাইজার মোঃ বাবুল আকতার।
এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ মাছউদ আহম্মেদ রোকনী, এন জি ও কর্মকর্তা। বিজয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী পলি খাতুন, রুপায়ন মহিলা উন্নয়ন সংস্থা সভানেত্রী আইরিন, শার্প এনজিও’র জেন্ডার এন্ড অ্যাডভোকেসী অ্যাসোসিয়েট সূচনা সহ অন্যান্যরা এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা, শিশু,কিশোর-কিশোরীরা  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন